আমারা প্রায়জনই এই প্রমোশনাল অপারের মেসেজ এ বিরক্ত বোধ করি। কারন যখন তখন এই মেসেজ ও কল আসা শুরু করে যাহা অনেকক্ষেত্রে ই বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
সুতরাং খুব সহজেই এই বিরক্তকর প্রমোশনা অপারের মেসেজ ও কল বন্ধ করুন এখনই।
গ্রামীনফোন সিমের জন্য:
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য গ্রামীনফোন সিম ব্যবহারকারীদের মোবাইল থেকে *১২১*১১০১# ডায়াল করতে হবে। আবার পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *১২১*১১০২# ডায়াল করতে হবে।
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য গ্রামীনফোন সিম ব্যবহারকারীদের মোবাইল থেকে *১২১*১১০১# ডায়াল করতে হবে। আবার পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *১২১*১১০২# ডায়াল করতে হবে।
রবি এবং এয়ারটেল সিমের জন্য
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য রবি এবং এয়ারটেল সিম ব্যবহারকারীদের মোবাইল থেকে *৭# ডায়াল করতে হবে। পরবর্তী অপশনে ২ লিখে রিপ্লাই দিতে হবে। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে একইভাবে, মোবাইল থেকে *৭# ডায়াল করে ১ লিখে রিপ্লাই দিতে হবে।
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য রবি এবং এয়ারটেল সিম ব্যবহারকারীদের মোবাইল থেকে *৭# ডায়াল করতে হবে। পরবর্তী অপশনে ২ লিখে রিপ্লাই দিতে হবে। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে একইভাবে, মোবাইল থেকে *৭# ডায়াল করে ১ লিখে রিপ্লাই দিতে হবে।
বাংলালিংক সিমের জন্য
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য বাংলালিংক সিম ব্যবহারকারীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে OFF লিখে ৬১২১ নম্বারে পাঠিয়ে দিতে হবে। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে একইভাবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ON লিখে ৬১২১ নম্বারে পাঠিয়ে দিতে হবে।
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য বাংলালিংক সিম ব্যবহারকারীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে OFF লিখে ৬১২১ নম্বারে পাঠিয়ে দিতে হবে। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে একইভাবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ON লিখে ৬১২১ নম্বারে পাঠিয়ে দিতে হবে।
বিঃদ্রঃ উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হয় না।
টেলিটক সিমের জন্য
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের এ ধরনের কোনও সেবা নেই বলে জানা গেছে। তাছাড়াও টেলিটক খুব একটা অফার মেসেজ পাঠায় না।
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের এ ধরনের কোনও সেবা নেই বলে জানা গেছে। তাছাড়াও টেলিটক খুব একটা অফার মেসেজ পাঠায় না।
0 Cmments:
Post a Comment