BD JOBS Fair GEC Circle Ctg চট্টগ্রামে আবারও চাকুরীর মেলা

BD JOBS Fair  GEC Circle Ctg চট্টগ্রামে আবারও চাকুরীর মেলা/bdjobsguide



Bdjobs.com আগামী ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম বারের মত ‘‘কারিগরি চাকরী মেলা’’ আয়োজন করতে যাচ্ছে। টেকনিক্যাল কাজ জানা (গার্মেন্টস টেকনিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর, শেফ, ওয়েটার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্যাথলজিষ্ট, ল্যাব টেকনেশিয়ান, ড্রাইভার, নার্স, প্লাম্বার, ওয়েল্ডার, শো-রুম সেলসম্যান ইত্যাদি) অভিজ্ঞ/অনভিজ্ঞ চাকরী প্রার্থীদের জন্য ৩৫০ এর অধিক পদে নিয়োগের উদ্দেশ্যে দেশী ও বিদেশী ৬০ টির অধিক প্রতিষ্ঠান এ চাকরী মেলায় অংশগ্রহণ করছে। চাকরী মেলায় অংশগ্রহণ করে আপনার কাঙ্খিত চাকরীটি খুঁজে নিন। মেলায় অংশগ্রহণের জন্য নিচের লিংকে রেজিস্ট্রেশন করুন।

মেলার সূচি:

  • ১১ ফেব্রুয়ারি, মেলার প্রথম দিনে অংশগ্রহণকারী কোম্পানীর বুথে আপনার সিভি জমা দিতে হবে (সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত) । রেজিট্রেশনের সময় প্রাপ্ত টোকেন নাম্বার প্রত্যেকটি সিভির উপর লিখে জমা দিতে হবে ।
  • ১২ ফেব্রুয়ারি, শুধুমাত্র বাছাইকৃত আবেদনকারীদের চাকরীর ইন্টারভিউ নেওয়া হবে।


আপনি কেন অংশগ্রহণ করবেন?

  • দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সমূহে চাকরী পাওয়ার দারুণ সুযোগ।
  • বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরীর ধরন এবং তাদের চাহিদা সম্পর্কে জানার সুযোগ।
  • এক ছাদের নীচে নামী-দামী প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ।             


Share:

0 Cmments:

Post a Comment

Like fb pages

Search Any Job Related

Popular Posts

কুইজে অংশ নিন আর জিতুন পুরুস্কার