Important MCQ about computer technology |
Important MCQ
কম্পিউটার ও তার টেকনোলজি সম্পর্কে কোন পরীক্ষার জন্য ১০০% কমন এবং এই গুলো থেকেই প্রশ্ন আসে
Keyboard, mouse, scanner, joystick, dicks, card reader, microphone, digital camera etc.
2) আউটপুট ডিভাইস এর উদাহরণ::
Monitor printer plotter, speaker etc.
3) কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সম্মিলিত রূপ ROM -BIOS -কে বলে--Firmware.
4) BIOS--এর পূর্ণরূপ---- Basic Input Output System.
5) প্রথম microprocessor প্রস্তুতকারী প্রতিষ্ঠান হল--- ইন্টেল
6) OMR-এর পূর্ণরূপ--Optical Mark Reader.
7) OCR এর পূর্ণরূপ--Optical Character Recognition.
8) পৃথিবীর সবচেয়ে বড় পিসি সফটওয়্যার কোম্পানির নাম---- মাইক্রোসফট কর্পোরেশন
9) মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়-- 1971 সালে
10) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলে---- মাদারবোর্ড
11) বিল গেটস 'মাইক্রোসফট' প্রতিষ্ঠা করেন ---1964 সালে
12) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম--MS DOS
13) লিনাক্স অপারেটিং সিস্টেম এর জনক--- ট্রাভেলড লিনাক্স
14) MS Windows-অপারেটিং সিস্টেমের উদ্ভাবক ---আই বি এম
15) MS EXCEL এক ধরনের--spreadsheet software.
16) ডিসপ্লে পদ্মা বা স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্মতাকে তাকে বলে ---রেজুলেশন।
17) Bit শব্দটি binary digits এর সংক্ষিপ্ত রূপ
18) বাইনারী পদ্ধতির মৌলিক অংশ ( ০ ও ১)
19) VIRUS এর পূর্ণরূপ-- Vital information Resources Under Seize.
20) বিভিন্ন ধরনের ডাটাবেজ সফটওয়্যার---Oracle ,my SQL, MS SQL, MS Access.
21) বিভিন্ন ধরনের মোবাইল টেকনোলজি---CDMA GSM TDMA FDMA.
22) বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকার নাম----bdnews24.com
23) LAN এর পূর্ণরূপ --Local Area Network.
24) MAN---এর পূর্ণরূপ--Metropolitan Area Network
.
25) WAN---এর পূর্ণরূপ----Wide Area Network.
26) POST এর পূর্ণরূপ--Power on Self Test.
27) কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপন ব্যবহৃত হয় ---মডেম
28) MIS-এর পূর্ণরূপ---Management Information System.
29) HTML--এর পূর্ণরূপ----hypertext markup language.
30) WiMAX এর পূর্ণরূপ---world wide interoperability for microwave access.
32) টেলিগ্রাফের আবিষ্কারক --স্যামুয়েল মোর্স।
33) Web page হলো ----সার্ভারে রাখা ফাইল।
34) URL--এর পূর্ণরূপ--Uniform Resources locator.
35) কম্পিউটারে ডেটা সংরক্ষনের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়---- বাইনারি
36) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে---ROM
37) CPU---এর পূর্ণরূপ----Central processing unit
38) CD এর পূর্ণরূপ. Compact disc
39)DVD--এর পূর্ণরূপ. Digital video disc
40) পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম হল ---অ্যাবাকাস
41) কম্পিউটার আবিষ্কার করেন -হাওয়ার্ড এইকিন
42) বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম ----আইবিএম 1620 সিরিজ
43) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্র 1964 সালে
44) মিনি কম্পিউটার এর জন্মদাতা ---কেনেথ এইচ অলসেন
45) চতুর্থ প্রজন্মের কম্পিউটার হিসেবে চিহ্নিত করা হয়--- পার্সোনাল কম্পিউটার কে
46) প্রথম মাইক্রো কম্পিউটারের নাম -অ্যাপেল
47) অ্যাপেল কোম্পানির প্রথম কম্পিউটার বাজারে ছাড়ার 1976 সালের।
48) ইন্টারনেট কত সালে শুরু হয় 1969 সালে
49) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়-- সিপিইউ (CPU)
50) গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ----ও এম আর
0 Cmments:
Post a Comment