Bangla Bornomala Tricks/bdobsguide |
বাংলা বর্ণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যাহা যেকোন পরিক্ষাতে আসতে পারে
2. ব্যঞ্জনবর্ণ - 39 টি
3. মৌলিক স্বরধ্বনি - 7 টি
4. যৌগিক স্বরধ্বনি -২টি
5. যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ - ২৫টি।
6. হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
7. দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
8. মাত্রাহীন - 10 টি
9. অর্ধমাত্রা - 8 টি
10. পূর্ণমাত্রা - 32 টি
11. কার - 10 টি
12. স্পর্শবর্ণ - 25 টি
--এক নজরে বাংলা বর্ণমালা----
1. বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি।
(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
2. বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি
(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
3. বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি
(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
4. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি
(স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
5. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ ---আছে ৮টি
(স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
6. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে---১০টি
(স্বরবর্ণ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
7. বাংলা বর্ণমালায় কার আছে এমন----স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
8. বাংলা বর্ণমালায় ফলা আছে এমন---
ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি ।
যেমন: ন, ম, য, র ল, ব
9. বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয়
ধ্বনি আছে ২৫টি, (ক থেকে ম পর্যন্ত)
10. বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি
(“ক” বর্গীয়ধ্বনি)
11. বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি
(“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
12. বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয় ধ্বনি আছে
৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
13. বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি
(“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
14. বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি
(“প” বর্গীয় ধ্বনি)
15. বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে ১৪টি
(প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
16. বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে---১১টি
(প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
17. বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে
১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
18. বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে
১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
16. বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে---১১টি
(প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
17. বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে
১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
18. বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে
১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
19. বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি
(প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
20. বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি--৪টি
(শ,ষ, স, হ)
21. বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি----৪টি (ব,য, র, ল)
22. বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি----১টি (ল)
23. বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি---১টি (র)
24. বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি---২ টি (ড়, ঢ়)
0 Cmments:
Post a Comment