math tricks |
লসাগু,গসাগু, সেট, পরীসিমা এর গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্র সমূহ
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক এর মধ্যে ক্ষুদ্রতম গুনিতক ক্রেতাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু বলা হয়।
লসাগু নির্ণয় পদ্ধতি কয়টি
সাধারণত
তিনটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করা হয়ে থাকে। যথা পর্যবেক্ষণ পদ্ধতি
উৎপাদক পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতি। এর মধ্যেই ইউক্লিডীয় পদ্ধতি সবচেয়ে
জনপ্রিয়।
গসাগু কাকে বলে
দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুননীয়ক কে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলা হয়।
গুননীয়ক সংখ্যা কাকে বলে
যদি কোন সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে দ্বিতীয়টিকে প্রথমটির গুননীয়ক বলে।
গসাগু নির্ণয়ের পদ্ধতি কয়টি
দুটি পদ্ধতি নির্ণয় করা হয়ে থাকে
১. উৎপাদক পদ্ধতি
২. প্রচলিত ভাগ প্রক্রিয়া
প্রয়োজনীয় সূত্র সমূহ
math tricks |
পরীসিমার গুরুত্বপূর্ণ সূত্র সমূহ
পরিসীমা: কোন ক্ষেত্র বা তলের চতুর্দিকের মোট দুরুত্বকে ঐ ক্ষেত্র বা তলের পরিসীমা বলা হয়
0 Cmments:
Post a Comment