Want earn Money? Inspirational Story অর্থ উপার্জন করতে চান?


Want earn Money?  Inspirational Story অর্থ উপার্জন করতে চান? /bdjobsguide.blogspot.com

অর্থ উপার্জন করতে চান?
তাহলে সবার আগে কাজ এ মনোভাব রাখুন

 আপনার  চেনা পরিচিত লোকদের মধ্যে ছিল রনি। সব সময় ওর মাথায় থাকতো একটি চিন্তা প্রচুর অর্থের প্রয়োজন। অথচ কিভাবে তা উপার্জন করা যায় তা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। প্রতি সপ্তাহে রনি কোম্পানির কাজের সময় টা কাজ করার বদলে ঘন্টার পর ঘন্টা নিজের ব্যক্তিগত বাজেটের সমস্যা নিয়ে ব্যস্ত থাকত। ওর আলোচনার প্রিয় বিষয়টি ছিল আমাকে সবচেয়ে কম বেতন দেয়া হয় কেন ।

বলছি শোনো-- রনির ছিল অতি পরিচিত মনোভাব 'এটা এত বড় কোম্পানি কয়েক মিলিয়ন লাভ করছে । এত লোক মোটা টাকার মাইনে পাচ্ছে আমারও আরো বেশি পাওয়া উচিত। অথচ বেতন বৃদ্ধির সময় অফিস কয়েকবার সম্পূর্ণ উপেক্ষা করা হয়। শেষ হয়ে একদিন সে সিদ্ধান্ত নিল অনেক হয়েছে এবার সে নিজেই বেতন বৃদ্ধির আবেদন করবে,
 এই মহৎ উদ্দেশ্যে উপরওয়ালাদের সঙ্গে দেখা করতে গেল,
 প্রায় 30 মিনিট পর খুব রনি  ফিরে এসেছিল,  ওর মুখের ভঙ্গি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে পরের মাসের বেতনও কোন তারতম্য থাকবে না। আমাদের দেখা মাত্র রাগে গজগজ,  কি অদ্ভুত আমি বেতন বাড়ানোর কথা বলায় বুড়োটা কি বলে জানো এত স্পর্ধা আমাকে জিজ্ঞাসা করেছে আপনার বেতন বাড়ানো উচিত এরকম মনে হওয়ার কারণ কি? 

অনেকগুলো কারণ বললাম,  আমার খরচ বেড়েছে অথচ রয়েছে আর বাকীটা আর বললাম আমাকে যা যা কাজ করতে বলা হয়,  কোনোটাতেই আমি না বলি না। ভাবতে পারো আমার টাকা প্রয়োজন অথচ আমার বেতন না বাড়িয়ে এরা এমন সব লোক যে বেতন বাড়িয়ে চলেছে যাদের চাইতে আমার চেয়ে অনেক কম। 
আর যা ব্যবহার করল and বলতে থাকে আমি যেন দয়া ভিক্ষা চাইছি, 
 শুধু বলল যখন আপনার রেকর্ড দেখে বুঝবো আপনার বেশি বেতন পাওয়া উচিত তখন আমরা আপনার বেতন বাড়িয়ে দিব।
আরো ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে নিজের বেতন বাড়াতে পারবেন না ,
আরো ভালো কাজ করে দেখাতে পারলে তবেই বেতন বাড়বে,   আর ওই বীজ হলো কাজ ও সেবা। 
কাজকে প্রাধান্য দিন অর্থ আপনি অনুগামী হবে আপনার অর্থ অনুসরণ করতে হবে না ভেবে ।
Share:

1 comment:

Like fb pages

Search Any Job Related

Popular Posts

কুইজে অংশ নিন আর জিতুন পুরুস্কার